ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোয় ‘সন্ত্রাসী’ হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
আলেপ্পোয় ‘সন্ত্রাসী’ হামলায় নিহত ১৪

ঢাকা: সিরিয়ার আলেপ্পোতে ‘সন্ত্রাসী’ হামলায় কমপক্ষে ১৪ বেসামরিক নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



স্থানীয় সময় রোববার (০৬ মার্চ) এ ঘটনা ঘটে।

জানা যায়, আলেপ্পোর উত্তরে একটি আবাসিক এলাকার ব্যস্ত বাজারে সন্ত্রাসীরা মর্টার ও রকেট হামলা চালায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে এ মর্টার হামলা চালানো হয় বলে এক সংবাদে জানিয়েছে ইকবারিয়া টেলিভিশন।

রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা সানা এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করলেও বিস্তারিত জানায়নি।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।