ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প সমর্থক-বিক্ষোভকারীদের সংঘর্ষ, র‌্যালি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ট্রাম্প সমর্থক-বিক্ষোভকারীদের সংঘর্ষ, র‌্যালি বাতিল ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলে প্রার্থিতা দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্ধারিত নির্বাচনী র‌্যালিটি বাতিল করেছেন ট্রাম্প।

শুক্রবার (১১ মার্চ) শিকাগোতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে তিনি এই নির্বাচনী র‌্যালিটি বাতিল করেছেন। র‌্যালিটি শিকাগোর ইলিনোইস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ডোনাল্ড ট্রাম্প ওই স্থানে পৌঁছানোর আগেই সেখানে বিক্ষোভকারীরা জড়ো হয়ে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ট্রাম্প সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দু’জন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।