ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মাওবাদী হামলায় ২ বিএসএফ নিহত, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
মাওবাদী হামলায় ২ বিএসএফ নিহত, আহত ৪

ঢাকা: ভারতের ছত্তিশগড় সীমান্তে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সেনা।



শনিবার (১২ মার্চ) ভোররাতে ছোতেবেথিয়া-পাখানজর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

খবরে বলা হয়, মাওবাদীদের বিরুদ্ধে বিএসএফের ১১৭ ও ১২২ ব্যাটেলিয়ানের দু’টি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের ওপর মাওবাদীরা হামলা চালালে মোট ছয় বিএসএফ জওয়ান আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে মারা যান দুই জওয়ান।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।