ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ইয়েমেনে সংঘর্ষে নিহত ৬০ ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনে শিয়াপন্থি হুথিদের সঙ্গে সরকারপন্থী সেনাদের সংঘর্ষে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪০ জনই হুথি বিদ্রোহী বলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



শুক্রবার (১১ মার্চ) ইয়েমেনের তাইজ শহরে সরকারি সেনারা ঢুকে পড়ে। এ সময় তাদের সঙ্গে হুথিদের সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে ৪০ হুথি বিদ্রোহী ছাড়াও নিহত হন ছয় বেসামরিক লোক। এছাড়া সরকারি বাহিনীর ১৪ সদস্যও নিহত হন।

তাইজ শহরের গভর্নর আলী আল-মামারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথ বিমান হামলার সহায়তায় শহরের পশ্চিম ও দক্ষিণাঞ্চলীয় শহরতলীগুলোর দখল নিয়েছে সরকারি বাহিনী। এই শহরটি গত কয়েক মাস ধরে হুথিদের নিয়ন্ত্রণে ছিল।

২০১৫ সালে সংঘর্ষ শুরুর পর এ পর্যন্ত ইয়েমেনে ছয় হাজার একশ মানুষের মৃত্যু হয়েছে। এদের অর্ধেকই বেসামরিক লোক।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।