ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলার শঙ্কায় তুরস্কে জার্মান দূতাবাস বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
সন্ত্রাসী হামলার শঙ্কায় তুরস্কে জার্মান দূতাবাস বন্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: সন্ত্রাসী হামলার শঙ্কায় তুরস্কের রাজধানী আঙ্কারায় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জার্মানি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) এ বন্ধের কথা জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।



শুধু দূতাবাসই নয়, ইস্তাম্বুলে জার্মান কনস্যুলেট জেনারেলের কার্যালয়ও বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী হামলার শঙ্কায় বৃহস্পতিবার দূতাবাস ও কনস্যুলেট জেনারেল কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।