ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে বামপন্থী-ডানপন্থী দলের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
জার্মানিতে বামপন্থী-ডানপন্থী দলের সংঘর্ষ

ঢাকা: জার্মানির জনপ্রিয় ডানপন্থী দি অল্টারনেটিভ ফার ডিউটচল্যান্ড (এএফডি) পার্টির সম্মেলনকে কেন্দ্র করে স্টুটগার্ট শহরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে সুনির্দিষ্টভাবে আহতের সংখ্যা বলা হয়নি।

শনিবার (৩০ এপ্রিল) স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

দেশটির জনগণ শনিবার সকালে স্টুটগার্ট শহরে দলটির সম্মেলনে যোগ দেওয়ার সময় বামপন্থী ডেমোনেসট্রেটোররা বাধা দিলে উভয়পক্ষের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

এর আগে এএফডি পার্টি জার্মানিতে নারীদের বোরকা পরা নিষিদ্ধের দাবি জানায়। এর প্রতিবাদে বামপন্থী দলটি ডানপন্থী দলটির সম্মেলনে বাধা দেয়ে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এএফডি পার্টির নিবন্ধিত প্রায় ২ হাজার সদস্য ওই সম্মেলনে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।