ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলের স্পিকারকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ৫, ২০১৬
ব্রাজিলের স্পিকারকে বরখাস্ত

ঢাকা: ব্রাজিলের পার্লামেন্টের নিম্ন কক্ষের স্পিকার এদুয়ার্দো কুনহাকে তার পদ থেকে বরখাস্ত করেছেন দেশটির উচ্চ আদালত। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয় বলে কর্তৃপক্ষ জানায়।

দেশটির অ্যাটর্নি জেনারেলের অনুরোধে তাকে বরখাস্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার (০৫ মে) স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রৌসেফের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে স্পষ্টভাষী সমালোচক হিসেবে পরিচিত এদুয়ার্দো কুনহা। বিভিন্ন সময় প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে অনেকে মনে করছেন।

এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পেট্রোবাসের অপারেশন কার ওয়াশ ও লাভা জাটো প্রকল্পে ঘুষ নেওয়া এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে তিনি অভিযুক্ত হয়েছেন। তবে বরখাস্তের বিষয়ে কোনো মন্তব্য করেননি কুনহা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ০৫, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।