ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আকাশয‍ানের সমুদ্রযাত্রা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, মে ৭, ২০১৬
আকাশয‍ানের সমুদ্রযাত্রা! ছবি: সংগৃহীত

ঢাকা: পাল তুলেছে উড়োজাহাজ! ঠিক পাল তোলার ব্যাপার না ঘটলেও সাগরেই ভেসে চলছে উড়োজাহাজ। ব্যাপারটা কী আসলে?

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, আয়ারল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭ উড়োজাহাজটি সম্প্রতি ব্যবহার অযোগ্য ঘোষণা করা হয়।



সেই উড়োজাহাজটিকে সাগরতীরের অন্যতম ‘বিনোদন কেন্দ্র’ (গ্ল্যাম্পিং) বানাতে আগ্রহী হন ডেভিড ম্যাকগোবান নামে এক রিসোর্ট ব্যবসায়ী।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত অংকের অর্থ শোধ করে উড়োজাহাজটি আয়ারল্যান্ডের শ্যানন এয়ারপোর্ট থেকে উপকূলীয় বন্দরশহর স্লিগো তার রিসোর্ট ‘কুইর্কি নাইটস গ্ল্যাম্পিং’য়ে নেওয়ার পরিকল্পনা করেন।

প্রথমে বড় ট্রাকে চড়িয়ে উড়োজাহাজটি নিতে গেলেও পরে অন্যদের পরামর্শে সেটিকে মালবহনের বড় তরীতে (বার্গ) নেওয়ার সিদ্ধান্ত নেন।

দীর্ঘ ৩৬ ঘণ্টার এ যাত্রায় উড়োজাহাজটি যখন স্লিগো যাচ্ছিল, তখন আশপাশের সবাই যেন চোখ বড় বড় করে জানতে চাইছিলেন, ‘আকাশ যান কেন সমুদ্রে?’

ব্যবসায়ী ম্যাকগোবান আশা করছেন, উড়োজাহাজ গ্ল্যাম্পিং তার উপকূলীয় রিসোর্টে আরও পর্যটক টানতে সমর্থ হবে।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।