ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কায়রোয় বন্দুকধারীর হামলায় ৮ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মে ৮, ২০১৬
কায়রোয় বন্দুকধারীর হামলায় ৮ পুলিশ নিহত

ঢাকা: মিশরের রাজধানী কায়রোর ‍কাছে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় সাদা পোশাকধারী ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

 

রোববার (০৮ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, কায়রোর হিলওয়ান এলাকায় একটি ছোট পিকআপ ট্রাক নিয়ে ওই বন্দুকধারী পুলিশ সদস্যদের ওপর অর্তকিত গুলি চালিয়ে পালিয়ে যায়।

যদিও এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে সিনাই পেনিনসুলা ও কায়রোর আশেপাশের এলাকায় সংক্রিয় জঙ্গি সংগঠনগুলোর নিয়মিত হামলায় এখন পর্যন্ত শতাধিক পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।