ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বাস-জ্বালানিবাহী ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মে ৮, ২০১৬
আফগানিস্তানে বাস-জ্বালানিবাহী ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ৫০

ঢাকা: আফগানিস্তানের কেন্দ্রীয় গজনি প্রদেশে যাত্রীবাহী দু’টি বাস ও জ্বালানিবাহী ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫৭ জন।

রোববার (০৮ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রাদেশিক গর্ভনর আগাওয়াল জাওয়াদ সালাঙ্গির বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, প্রদেশের মুকুর জেলায় যাত্রীবাহী দু’টি বাসের সঙ্গে জ্বালানিবাহী ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে বাসে আগুন ধরে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মুকুর পুলিশ অফিস জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। প্রাথমিক চালকের বেপরোয়া চালানোকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।