ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিধসে ১০ জনের প্রাণহানি, নিখোঁজ ৩১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মে ৯, ২০১৬
চীনে ভূমিধসে ১০ জনের প্রাণহানি, নিখোঁজ ৩১

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে ভূমিধসে কমপক্ষে ১০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এখনও ৩১ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে রোববার (০৮ মে) স্থানীয় সময় ভোর ৫টার দিকে ভূমিধসের এ ঘটনা ঘটে। ভারী বর্ষণ ভূমি ধসের কারণ বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কর্তৃপক্ষ জানায়, বর্ষণে ফুজিয়ান প্রদেশের প্রায় ১ লাখ ঘনমিটির পরিমাণ জায়গা ধসে যায়। এতে শীলাখণ্ড, পাহাড়ি অঞ্চলের প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা ধসে পড়ে।

বেশ কয়েক দিন ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছিলো। এ কারণে ভূমিধসের ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মে ০৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।