ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, ৭ শিশুর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
উত্তর প্রদেশে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, ৭ শিশুর প্রাণহানি

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে একটি স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কার ঘটনায় অন্তত ৭ শিশুর প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, সোমবার (২৫ জুলাই) সকালে প্রদেশের বাদুহি জেলায় স্কুল ভ্যানে একটি ট্রেন ধাক্কা দেয়।

এতে ভ্যানে থাকা ১৯ শিক্ষার্থীর মধ্যে ৭ জনের প্রাণহানি হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটাস্থলে পুলিশ ও কর্তৃপক্ষ ছুটে গেছে। কার ভুলে এ দুর্ঘটনা প্রাথমিক এ বিষয়ে কিছু জানা যায়নি।

তবে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে ট্রেনের লেভেল ক্রসিংয়ে কোনো নিরাপত্তাকর্মী ছিল না বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬/আপডেট: ১০৫২ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।