ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
অস্ট্রেলিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ঢাকা: অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় ভূতত্ত্ব অধিদফতরের তথ্য মতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

 

সোমবার (২৫ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে কুইন্সটাউনের ১ হাজার ৭০৪ কিলোমিটার দূরে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়া উপকূলে প্রথম দিকে সুনামির আশঙ্কা করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬/আপডেট ১৬১১ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।