ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১৯ জনকে হত্যার পর আত্মসমর্পণ করে হত্যাকারী যুবক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
১৯ জনকে হত্যার পর আত্মসমর্পণ করে হত্যাকারী যুবক ছবি- সংগৃহীত

ঢাকা: জাপানের সাগামিহারা শহরের একটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যার পর দেশটির পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে হত্যাকারী সাতোশি ইউমাতসু।

মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

পুলিশ জানায়, সোমবার (২৫ জুলাই) স্থানীয় সময় রাত ২টা ৩০মিনিটে সাগামিহারা শহরের সুকুই ইমাইউরি সেন্টারে ছুরি নিয়ে হামলা চালায় ওই যুবক। এ সময় ১৯ জন নিহত হন এবং আহত হন ২৬জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে হামলার আধাঘণ্টা পর স্থানীয় পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে ওই যুবক। পৃথিবী থেকে প্রতিবন্ধিতা দূর করতেই এ হামলা চালিয়েছে বলে দাবি করে সে। পাশাপাশি থানায় প্রবেশের আগে হামলায় ব্যবহৃত ছুরিটি পুলিশ স্টেশন সংলগ্ন একটি গাড়িতে রেখে যায় সে।

হামলার আগে ওই যুবক হাতুড়ি দিয়ে কেন্দ্রটির জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বলে সংবাদমাধ্যমকে জানায় পুলিশ। সে ওই প্রতিবন্ধী কেন্দ্রটির সাবেক কর্মচারী বলেও জানান তারা।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।