ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রাম দখল করেই ২৪ জনকে ফাঁসিতে ঝোলালো আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
গ্রাম দখল করেই ২৪ জনকে ফাঁসিতে ঝোলালো আইএস

ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলে একটি গ্রাম দখলের পর সেখানকার ২৪ জন বেসামরিক নাগরিককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে উত্তরাঞ্চলের মানবিজ শহরের নিকটবর্তী বুয়ির নামে গ্রামটি দখলের ২৪ ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ড চালায় বর্বর সংগঠনটি।

শুক্রবার (২৯ জুলাই) সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর এ কথা জানিয়েছে। তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

এ বিষয়ে সিরিয়ার সরকার কোনো বক্তব্য দেয়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।