ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হায়দ্রাবাদে ভবন ধসে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
হায়দ্রাবাদে ভবন ধসে নিহত ২

ঢাকা: ভারতের হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে একটি পুরতান ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৫জন।

মঙ্গলবার (০২ আগস্ট)  স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সোমবার (০১ আগস্ট) মধ্য রাতে এ ভবন ধসের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে ভবন ধসের ঘটনা ঘটেছে। গত ২৯ ও ৩১ জুলাই দেশটির পুনে এবং মুম্বাইয়ে ভবন ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ সব ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।