ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
ভারতে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২৫

ঢাকা: ভারতের মুর্শিদাবাদ জেলায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জন নিহত এবং নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন।

মঙ্গলবার (০২ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার খয়েরচলা গ্রামের আবদুস সোবহানের ছেলে আবদুল কুদ্দুস (৪৮)।  

জানা গেছে, ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানা ও বিএসএফ এর বামনাবাদ ক্যাম্পের আওতাধীন ইউসুফপুর থেকে (সীমান্ত পিলার ৬৮/১এস) পাঁচ কিলোমিটার দূরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

ঘটনাস্থল বাংলাদেশের সীমান্তের কাছাকাছি। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) শাজাহান সিরাজ বাংলানিউজকে জানান, এ নৌকাডুবির ঘটনায় কোনো বাংলাদেশি নিহত বা নিখোঁজ নেই।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এসএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।