ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আইএস নেতা 'নিহত'

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আইএস নেতা 'নিহত'

ঢাকা: আফগানিস্তানের নানগাহার প্রদেশে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় হাফিজ সাঈদ খান নামে এক আইএস নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, ২৬ জুলাই নানগাহার প্রদেশের কোট জেলায় ড্রোন হামলায় বেশ কয়েকজন আইএস জঙ্গি নিহত হন। এ সময় হাফিজ সাঈদও নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

তবে আইএসের দাবি, হাফিজ সাঈদ এই হামলা থেকে রক্ষা পেয়েছেন।

হাফিজ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের আফগানিস্তান ও পাকিস্তান শাখার প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।