ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোতে বিমান হামলায় শিশুসহ নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আলেপ্পোতে বিমান হামলায় শিশুসহ নিহত ২৭

গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলীয় শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ ২৭ জন নিহত হয়েছে।

ঢাকা: গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলীয় শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ ২৭ জন নিহত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) আলেপ্পোর একটি হাসপাতাল, একটি ব্লাড ব্যাংক ও স্কুলের কাছে নির্ধারিত  স্থানে বিমান হামলা চালানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, বিমান হামলায় অন্তত ৫ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে।

তিন সপ্তাহ বন্ধ থাকার পর ১৫ নভেম্বর ফের বিমান হামলা শুরু করে রাশিয়ার সমর্থনপুষ্ট আসাদি বাহিনী।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।