ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এয়ার ইন্ডিয়ার খাবারে তেলাপোকা ভাজি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এয়ার ইন্ডিয়ার খাবারে তেলাপোকা ভাজি! ছবি: সংগৃহীত

একবার হয়েছিল ‘পোকা’ খাওয়ানোর বদনাম। এবার এয়ার ইন্ডিয়াকে পোহাতে হচ্ছে ‘তেলাপোকা ভাজি’ খাওয়ানোর সমালোচনা। পোকাটা মিলেছিল স্যান্ডউইচে। আর তেলাপোকা ভাজি মিললো দিল্লি থেকে শিকাগোগামী ফ্লাইটে পরিবেশন করা নিরামিষ নাস্তায়।

ঢাকা: একবার হয়েছিল ‘পোকা’ খাওয়ানোর বদনাম। এবার এয়ার ইন্ডিয়াকে পোহাতে হচ্ছে ‘তেলাপোকা ভাজি’ খাওয়ানোর সমালোচনা।

পোকাটা মিলেছিল স্যান্ডউইচে। আর তেলাপোকা ভাজি মিললো দিল্লি থেকে শিকাগোগামী ফ্লাইটে পরিবেশন করা নিরামিষ পাকুরায়।

তেলাপোকা কেলেঙ্কারি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ছড়িয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। যার পাতে এই তেলাপোকা ভাজি গেছে সেই হতভাগ্যের নাম রাহুল রঘুবংশী। তিনিই তার টুইটার অ্যাকাউন্টে ছবিসহ এ খবরটি প্রকাশ করেছেন।  

তার টুইটের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, রাহুল যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে চাকরি করেন। দিল্লিতে বেড়াতে এসে শিকাগো যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার এ/১২৭ ফ্লাইট ধরেছিলেন তিনি। সেই ফ্লাইটে সবাইকে নাস্তা দেওয়ার পাশাপাশি তাকেও দেওয়া হয় পাকুরা। সেই পাকুরায় কামড় বসাতেই রাহুলের চোখে পড়ে একটি আস্ত তেলোপাকা! 

রাহুল বলেন, তারা খাবার দিলো এবং খাবারটি অর্ধেক খাওয়ার পর দেখতে পাই একটি তেলাপোকা ভাজা রয়েছে এর মধ্যে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন গা গুলিয়ে উঠছে।  

বিষয়টি কেবিন ক্রুর কাছে জানানো হলে তারাও ব্যাপারটি স্বীকার করে নেন এবং দুঃখ প্রকাশ করেন। কিন্তু তাতে আর রাহুলের পেট-পীড়া কমে?

এয়ার ইন্ডিয়ার এ যাত্রী বলেন, আমার পেটের মধ্যে তখন তেলাপোকার কত ভাগ চলে গেছে জানি না। ওই নিরামিষ খেয়ে আমার পেটে যন্ত্রণাও শুরু হয়ে গেছে।

এর আগে এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক থেকে দিল্লিগামী এআই ১০২ ফ্লাইটে পরিবেশন করা স্যান্ডউইচে মিলেছিল মরা পোকা। এবারের মতো তখনও দুঃখ প্রকাশ করেছিল এয়ারলাইন্সটির কর্তৃপক্ষ। কিন্তু সমাধান যে হয়নি তা নতুন কেলেঙ্কারিই প্রমাণ দিলো।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।