ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩ সৈন্য নিহত

উত্তরপূর্ব ভারতের রাজ্য আসামের দুর্গম এলাকায় সেনাবাহিনীর দু’টি গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এ ঘটনায় তিন সৈন্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

ঢাকা: উত্তরপূর্ব ভারতের রাজ্য আসামের দুর্গম এলাকায় সেনাবাহিনীর দু’টি গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এ ঘটনায় তিন সৈন্যের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১৯ নভেম্বর) সকালে দেশটির উত্তরাঞ্চলের দুর্গম এলাকা তিনসুকিয়ায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ দাবি করছে, ‘আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা এ হামলা চালিয়েছে। ’

স্থানীয় পুলিশ কর্মকর্তা মুখেশ আগরওয়াল বলেন, রাজ্যের রাজধ‍ানী শহর গৌহাটি থেকে ৪০০ মাইল (৬০০ কিমি) পূর্বে অবস্থিত পেনগেরির বন‍াঞ্চলে এ হামলা ‍চালায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি।

‘বিচ্ছিন্নতাবাদীরা হাতবোমা দিয়ে সৈন্যদের জিপ ও একটি ট্রাককে আটকে গ্রেনেড এবং একে-৪৭ দিয়ে আক্রমণ চালায়। এতে তিনজন নিহত হন। ’

আর এ ঘটনায় আহত আরও চারচনকে উদ্ধার করে হেলিকপ্টারে করে স্থানীয় সেনা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে হামলার নিন্দা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল বলেছেন, ‘দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ’

হামলার পর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে অবহিত করা হয়েছে।

বিষয়টি অবহিত জানিয়ে টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘হামলায় তিন সৈন্যের মৃত্যুতে আমি শোকাহত। আর আহত সৈন্যদের দ্রুত সুস্থতা কামনা করছি। ’

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।