ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

২০১৭ সালের নির্বাচনেও লড়বেন অ্যাঙ্গেলা মেরকেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
২০১৭ সালের নির্বাচনেও লড়বেন অ্যাঙ্গেলা মেরকেল

চতুর্থ মেয়াদের জন্য জার্মান চ্যান্সেলর পদে নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন বর্তমান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

ঢাকা: চতুর্থ মেয়াদের জন্য জার্মান চ্যান্সেলর পদে নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন বর্তমান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

আগামী ২০১৭ সালে দেশটির চ্যান্সেলর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

রোববার (২০ নভেম্বর) মেরকেলের দলের এক সিনিয়র নেতা নরবার্ট রোয়েটজেন গণমাধ্যমকে বিষয়টি জানান।

৬২ বছর বয়সী এই রাজনীতিক গত তিন মেয়াদে ১১ বছর থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেট ইউনিয়নের (সিডিইউ) নেতৃত্বে রয়েছেন গত ১৬ বছর ধরে।

সম্প্রতি দেশটিতে পরিচালিত এক জনমত জরিপে দেখা যায়, দেশের ৫৫ শতাংশ মানুষ ‍চায় মেরকেল চতুর্থ মেয়াদেও চ্যান্সেলর নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।