ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে কথা বলবেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে কথা বলবেন ওবামা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে কথা বলবেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সেটা এখনই নয়, আগামী জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের পর ওবামা সাধারণ নাগরিক হিসেবে ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে কথা বলতে পারেন বলে জানান তিনি।

ঢাকা: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে কথা বলবেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সেটা এখনই নয়, আগামী জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের পর ওবামা সাধারণ নাগরিক হিসেবে ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে কথা বলতে পারেন বলে জানান তিনি।

সোমবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জনায়। রোববার পেরুর রাজধানী লিমায় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নিয়ে এক সংবাদ সম্মেলন ওবামা এমনটাই জানান।

ওবামা বলেন, যদি কোনো ইস্যু আমেরিকান নীতির প্রশ্নে আমাদের মূল্যবোধ ও ধারণার বাইরে যায় এবং আমি যদি মনে করি সেক্ষেত্রে আমার কিছু বলা মঙ্গলজনক, তখন আমি কিছু বলবো।

এ সময় ওবামা নিজেকে একজন আমেরিকান নাগরিক হিসেবে তার দেশের প্রতি কর্তব্যপরায়ণ বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।