ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লাহোরে মঞ্চ অভিনেত্রী গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
লাহোরে মঞ্চ অভিনেত্রী গুলিবিদ্ধ কিসমাত বেগ

পাকিস্তানের লাহোরে কিসমাত বেগ নামে এক মঞ্চ অভিনেত্রী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা: পাকিস্তানের লাহোরে কিসমাত বেগ নামে এক মঞ্চ অভিনেত্রী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) লাহোরে এ ঘটনা ঘটে।  

ডন নিউজকে স্থানীয় পুলিশ জানায়, ওই অভিনেত্রী অপর এক সঙ্গীকে নিয়ে প্রাইভেট কারে ঘুরছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে তাদের গুলি করে পালিয়ে যায়।  

বর্তমানে কিসমাত বেগকে অস্ত্রপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে ডন নিউজে উল্লেখ করা হয়েছে। তবে অপর আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।