ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইংল্যান্ডের পার্কে মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
ইংল্যান্ডের পার্কে মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিসক যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেছেন শাম্মি কারসি (২৯) নামে ইংল্যান্ডের এক মডেল ও সাবেক বিউটি কুইন। বাড়ির পাশের বেনহল পার্কে ওই নারী মডেলের ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বলে...

ঢাকা: মানিসক যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেছেন শাম্মি কারসি (২৯) নামে ইংল্যান্ডের এক মডেল ও সাবেক বিউটি কুইন।

বাড়ির পাশের বেনহল পার্কে ওই নারী মডেলের ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বলে শুক্রবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

নিহতের স্বজনরা বলছে, দীর্ঘদিন ধরে কারসি বিষণ্নতা, দুঃশ্চিন্তা এবং খাবারে অনিয়ম করছিলেন। পারিবারিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভ‍ুগেছিলেন তিনি।

শাম্মি ২০০৯ সালে চেলটেনহ্যামে সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। তিনি একটি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

১৩ বছর বয়স থেকেই শাম্মি খাদ্যগ্রহণে অনীহা রোগে ভুগছিলেন। এরপর  তার বিষণ্নতার বিষয়টি ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।