ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাস্ত্রোর মৃত্যুতে ৯ দিনের রাষ্ট্রীয় শোক, শেষকৃত্য ৪ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
কাস্ত্রোর মৃত্যুতে ৯ দিনের রাষ্ট্রীয় শোক, শেষকৃত্য ৪ ডিসেম্বর

কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে নয় দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। আর আগামী ৪ ডিসেম্বর (রোববার) বিপ্লবী এই নেতার মরদেহের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

ঢাকা: কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে নয় দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। আর আগামী ৪ ডিসেম্বর (রোববার) বিপ্লবী এই নেতার মরদেহের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

দেশটির রাজধানী হাভানার একটি হাসপাতালে বাংলাদেশ সময় শনিবার (২৬ নভেম্বর) সকালে ফিদেল কাস্ত্রোর জীবনাবসান হয়। আগের রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বর্ষীয়ান এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার তার বয়স হয়েছিল ৯০ বছর।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।