ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের অফার নাকচ করে দেন জেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
ট্রাম্পের অফার নাকচ করে দেন জেরি

যুক্তরাষ্ট্রের শিক্ষা সচিব পদের জন্য লিবার্টি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জেরি ফালওয়েলকে সেধেছিলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তা নাকচ করে দিয়েছিলেন তিনি।

ঢাকা: যুক্তরাষ্ট্রের শিক্ষা সচিব পদের জন্য লিবার্টি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জেরি ফালওয়েলকে সেধেছিলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তা নাকচ করে দিয়েছিলেন তিনি।

রোববার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ  তথ্য জানিয়েছে।

একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাতকারে জেরি বলেন, গত সপ্তাহে নিউইয়র্কে এক বৈঠকে ট্রাম্প সরকারের চার থেকে ছয় বছরের শিক্ষা সচিব হতে অফার দেওয়া হয় আমাকে। কিন্তু আমি দুই বছরের আগে লিবার্টি ইউনিভার্সিটি ছাড়তে পারবো না।  

‘এছাড়া পরিবারকে অন্যত্র নিয়ে যেতে আমিও চাইছি না। ওই পদটিতে যোগ দেওয়ার আগ্রহ দেখাইনি। ’

এদিকে গত ২৩ নভেম্বর (বুধবার) চার্টার স্কুলের অ্যাডভোকেট বেটসি ডিভসকে শিক্ষা সচিবের দায়িত্ব দেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরএইচএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।