ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাঞ্জাবে জেল ভেঙ্গে চার আসামিকে নিয়ে পালালো দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
পাঞ্জাবে জেল ভেঙ্গে চার আসামিকে নিয়ে পালালো দুর্বৃত্তরা

ভারতের পাঞ্জাবের একটি জেল ভেঙ্গে খালিস্তান লিবারেশন ফোর্সের (কেএলএফ) প্রধান হারমিন্দর সিং মিন্টুসহ চার আসামিকে নিয়ে পালিয়েছে অস্ত্রধারী দুর্বৃত্তরা।

ঢাকা: ভারতের পাঞ্জাবের একটি জেল ভেঙ্গে খালিস্তান লিবারেশন ফোর্সের (কেএলএফ) প্রধান হারমিন্দর সিং মিন্টুসহ চার আসামিকে নিয়ে পালিয়েছে অস্ত্রধারী দুর্বৃত্তরা।

রোববার (২৭ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাঞ্জাবের নাবহা প্রদেশে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের পোশাকধারী অন্তত ১০ জন ব্যক্তি জেলখানায় প্রবেশ করে এবং আসামিদের নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই এলাকায় সতর্ক অবস্থা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।