ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যাস্পিয়ান সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
ক্যাস্পিয়ান সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

ক্যাস্পিয়ান সাগরে ইরানিয়ান একটি হেলিকপ্টার বিধ্বস্তের খবর জানিয়েছে কর্তৃপক্ষ। এতে হেলিকপ্টারের পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।

ঢাকা: ক্যাস্পিয়ান সাগরে ইরানিয়ান একটি হেলিকপ্টার বিধ্বস্তের খবর জানিয়েছে কর্তৃপক্ষ। এতে হেলিকপ্টারের পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৪ জন ক্রু ও একজন বেসামরিক বলে জানা গেছ। বিধ্বস্ত হেলিকপ্টার ও মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন নিরাপত্তাকর্মীরা।

দেশটির জাতীয় ড্রিলিং কোম্পানির হেলিকপ্টারটি জরুরি রোগী বহন করছিলো জানিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ইসনা জানায়, হেলিকপ্টারটি আধামাইল অতিক্রম করার পর আকাশ থেকে হারিয়ে যায়।

প্রাথমিক বিধ্বস্তের কারণ জানা যায়নি। ব্ল্যাক বক্স না পাওয়া ‍পর্যন্ত তা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।