ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোতে ১০ হাজার মানুষ গৃহহারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আলেপ্পোতে ১০ হাজার মানুষ গৃহহারা

সিরিয়া সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে চলমান সহিংস পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করায় দেশটির আলেপ্পোর কয়েকটি জেলার প্রায় ১০ হাজার মানুষ গৃহহারা হয়েছেন।

ঢাকা: সিরিয়া সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে চলমান সহিংস পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করায় দেশটির আলেপ্পো অঞ্চলের কয়েকটি জেলার প্রায় ১০ হাজার মানুষ গৃহহারা হয়েছে।

পর্যবেক্ষণ সংস্থা দি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, সরকার নিয়ন্ত্রিত দেশটির পশ্চিমাঞ্চল ও কুর্দি গোষ্ঠী পরিচালিত উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার ১০ হাজারের মতো মানুষ গৃহহারা হয়ে পড়েছে।

আলেপ্পোর পূর্বাঞ্চলে গৃহহীন মানুষের ছবিও প্রকাশ করা হয়েছে বিশ্ব সংবাদমাধ্যমগুলোতে।

গৃহহীন থাকা অবস্থায় বানা আলাবেদ নামে এক মেয়ে টুইট বার্তায় লেখে, আজ রাতে আমাদের ঘর নেই। বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। আমি পাথরের টুকরার মতো পড়ে আছি।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।