ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউক্যাসেলে জব সেন্টারে ‘জিম্মি সংকট’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জুন ৯, ২০১৭
নিউক্যাসেলে জব সেন্টারে ‘জিম্মি সংকট’ ঘটনাস্থলে তৎপর নিরাপত্তা বাহিনী

ইংল্যান্ডের নিউক্যাসেলের একটি জব সেন্টারে ছুরি নিয়ে এক ব্যক্তি ওই প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মীকে জিম্মি করে রেখেছে।

শুক্রবার (৯ জুন) স্থানীয় সময় সকালে নিউক্যাসেলের বাইকারের ক্লিফোর্ড স্ট্রিটের ওই প্রতিষ্ঠানে এ জিম্মি সংকট তৈরি হয়।  

ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ জিম্মিকারীর সঙ্গে মধ্যস্থতা করার চেষ্টা করছে।

এই মুহূর্তে ওই জব সেন্টারের পার্শ্ববর্তী এলাকার সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আক্রমণকারী লোকটি জব সেন্টারটির পরিচিত। এটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ