ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জর্ডান সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুন ১১, ২০১৭
জর্ডান সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত ৫

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। ওই পাঁচজন সিরিয়ার মরুভূমির শহর তানফ থেকে বাহিনীর সদস্যদের দিকে এগিয়ে আসছিল।

রোববার (১১ জুন)  জর্ডান ও সিরিয়া সীমান্তের কাছে এ গুলির ঘটনা ঘটে।

জর্ডান সেনাবাহিনী জানায়, তানফ শহরে প্রায়ই ইরান সমর্থিত মিলিশিয়াদের সঙ্গে মার্কিন জোটের সংঘাত হয়।

সেখানে রোববারের ওই ঘটনায় একটি গাড়ি ও দু’টি মোটরসাইকেলও ধ্বংস করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ