ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনের বহুতল ভবনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
লন্ডনের বহুতল ভবনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২ ভয়াবহ আগুনে ‍পুড়ে প্রায় কঙ্কালসার হয়ে পড়েছে ভবনটি

লন্ডনের উত্তর কিংসটনের ল্যানচেস্টারের ‘গ্রিনফেল টাওয়ারে’ ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন।

নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু মানুষ।   আর আহত হয়েছেন ৪০ জনের মতো।

বুধবার (১৪ জুন) স্থানীয় সময় দুপুরে লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানায়।

মঙ্গলবার (১৩ জুন) রাতে ২৭তলা ভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের ভয়াবহতায় পুরো ভবনটিই পুড়ে ধসে পড়ার উপক্রম হয়েছে। বুধবার দুপুর পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি বলেন, আমরা এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

এ সংখ্যা আরও বাড়তে পারে। আর ভবনটিতে উদ্ধারকার্য শেষ হতে বেশ ক’দিন লাগবে বলে এখনই নিখোঁজ বা হতাহতের অনুমান করা কঠিন হচ্ছে।

মেয়র সাদিক খান বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে দমকলকর্মীরা অনেককেই উদ্ধার করেছেন। কিন্তু এখনও ‘অনেক লোক’ নিখোঁজ। ২৪ তলা ভবনটি পুরো পুড়ে গেছে।

ত্রুটিপূর্ণ ফ্রিজ থেকে লন্ডনের বহুতল ভবনে আগুন
** লন্ডনে ২৭তলা ভবনে ভয়াবহ আগুন

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভবনটির অগ্নিকাণ্ডের পেছেন ত্রুটিপূর্ণ রেফ্রিজারেটর দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্ট লোকজন।

ভবনটি থেকে উদ্ধারকৃতরা ভেতরে লোকজন আটকা রয়েছেন বলে উদ্ধারকর্মীদের জানিয়েছেন। অনেকে আটকাপড়া আত্মীয়-স্বজনের জন্য নিচ থেকে চিৎকার করছেন।

আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিস কর্মীদের ব্যর্থতা উল্লেখ করে কেউ কেউ টুইটে বলছেন, ২০১৭ সালে এসে এটি কিভাবে সম্ভব? তাও লন্ডনে, তৃতীয় কোনো দেশে নয়! কেউ কেউ ফায়ার কর্মীদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন।

সংবাদমাধ্যম আরও জানাচ্ছে, ভয়াবহ আগুনে কঙ্কালসার হয়ে যেকোনো মুহূর্তে ধসে পড়ার শঙ্কায় রয়েছে ভবনটি। সেজন্য আগুন নেভাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। তারা মুখে ও শরীরে মাস্ক বেঁধে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৭/আপডেট: ২২৪৬
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ