ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে পুলিশ ভ্যানে গাড়ির ধাক্কা, সশস্ত্র চালক আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
প্যারিসে পুলিশ ভ্যানে গাড়ির ধাক্কা, সশস্ত্র চালক আহত ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর তৎপরতা

ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্যাঞ্চলে একটি পুলিশ ভ্যানে আঘাত করেছে একটি গাড়ি। এতে আঘাতকারী গাড়িটিকে আগুন ধরে এর সশস্ত্র চালক গুরুতর ‍আহত হয়েছেন। ঘটনাটির পর পুরো এলাকা ঘেরাও করে ফেলেছে নিরাপত্তা বাহিনী।

সোমবার (১৯ জুন) ইউরোপের সাংস্কৃতিক রাজধানী খ্যাত প্যারিসের মধ্যাঞ্চলের চ্যাম্পস এলিসিস এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর তদন্ত করছে নিরাপত্তা বাহিনী।

সাম্প্রতিক বছরগুলোতে বারবার সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ফ্রান্সে জরুরি অবস্থা চলছে। এই জরুরি অবস্থার মধ্যেই ঘটনাটি ঘটলো।

স্থানীয়দের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম বলছে, পুলিশ ভ্যানে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। এটি সন্দেহজনক ঘটনা। কারণ গাড়ির চালক সশস্ত্র ছিল।

লন্ডনের একটি মসজিদের সামনে মুসল্লিদের ওপর দ্রুতগতির গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনার পর এই আক্রমণ ফরাসি পুলিশকেও সন্দেহের ঘোরপাকে রেখেছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ