ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘উ. কোরিয়ার সঙ্গে কেবল শক্তি দিয়েই পাল্লা দেওয়া সম্ভব’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
‘উ. কোরিয়ার সঙ্গে কেবল শক্তি দিয়েই পাল্লা দেওয়া সম্ভব’ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন (পুরনো ছবি)

কেবল শক্তি দিয়েই উত্তর কোরিয়ার সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। বরাবরই শান্তির বার্তা দিয়ে আসা নবনির্বাচিত প্রেসিডেন্ট এই প্রথম সংঘাতের জবাব দেওয়ার ইঙ্গিতবাহী বাক্য উচ্চারণ করলেন।

শুক্রবার (২৩ জুন) একটি সামরিক স্থাপনা পরিদর্শনকালে জে-ইন বলেন, উত্তর কোরিয়াকে ছাপিয়ে যাওয়ার মতো নিরাপত্তা শক্তি যখন দক্ষিণ কোরিয়ার থাকবে, তখনই শুধু দেশটিকে মোকাবেলা করা সম্ভব।

দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিদর্শনে সামরিক স্থাপনাটিতে যান।

তার ঘণ্টাকয়েক আগেই আন্তঃমহাদেশীয় একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য রকেট ইঞ্জিনের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
জিওয়াই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ