ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদির বিরুদ্ধে উগ্রবাদে অর্থায়নের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
সৌদির বিরুদ্ধে উগ্রবাদে অর্থায়নের অভিযোগ প্রতীকী ছবি

সৌদি আরবের বিরুদ্ধে ইসলামপন্থি উগ্রবাদে অর্থায়নের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যভিত্তিক একটি থিংক ট্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবসহ কিছু উপসাগরীয় দেশ যুক্তরাজ্যে উগ্রবাদে অর্থায়ন করছে। 

হেনরি জ্যাকসন সোসাইট নামে ওই থিংক ট্যাংক বা বিশেষজ্ঞ প্যানেলের এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে সম্প্রতি। খবরটি বুধবার (৫ জুলাই) এসেছে সংবাদমাধ্যমে।

প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার উস্কানিদাতা জিহাদি গ্রুপ, সহিংসতা প্রচারক ও ইসলামপন্থি সংগঠনগুলোকে বিদেশি অর্থায়নে সৌদি আরব ও অন্য আরও কিছু আরব দেশের স্পষ্ট ও ক্রমবর্ধমান সম্পর্ক রয়েছে।

উগ্রবাদে ইন্ধন যোগানোর ক্ষেত্রে সৌদি ও উপসাগরীয় দেশগুলোর ভূমিকা তদন্তের জন্যও আহ্বান জানায় বিদেশি সম্পর্ক বিষয়ক ওই বিশেষজ্ঞ প্যানেল।

‘যুক্তরাজ্যে বিদেশি অর্থায়নে ইসলামপন্থি উগ্রবাদ’ শীর্ষক ওই প্রতিবেদনটি এমন সময় প্রকাশ করা হলো যখন কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে মদদের অভিযোগ তুলে সৌদি আরবেরই নেতৃত্বে আট দেশ দোহার ওপর অবরোধ আরোপ করেছে।  

এই প্রতিবেদনের বিষয়ে সৌদি বা তার উপসাগরীয় মিত্রদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ