ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে বন্যায় ৩ জনের প্রাণহানি, গৃহহীন ১ লাখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
জাপানে বন্যায় ৩ জনের প্রাণহানি, গৃহহীন ১ লাখ উদ্ধারকর্মীরা বন্যা দুর্গততের ঊদ্ধার করছে

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে তিনজন মারা গেছেন। বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে দেশটির ১ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে হাজারও উদ্ধারকর্মী কাজ করছেন।   

বন্যায় ও ভূমিধসে ১১ জন আহত হওয়ার খবর জানা গেছে।  আটকা পড়েছেন প্রায় ৩০০ মানুষ।

 

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে বৃহস্পতিবার (৬ জুলাই) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের কিয়োসো দ্বীপের ফুকোকা এলাকায় বুধবার (৫ জুলাই) ৯ ঘণ্টায় ৫৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জুলাইয়ে সাধারণত যেভাবে বৃষ্টি হয় এটা তার চাইতে ২.২ গুণ বেশি।  

বন্যা দুর্গত এলাকায় পুলিশ, অগ্নিনির্বাপক ও সেনাবাহিনীর সমন্বয়ে ৭,৮০০ জন উদ্ধারকর্মী অভিযানে নেমেছে। এখন পর্যন্ত ২৫০ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু কিছু এল‍াকায় এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি।  

আবহাওয়া সংস্থা ফুকোকা ও ওইটা এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে। বৃষ্টিপাত আগামী শুক্রবার (৭ জুলাই) পর্যন্ত চলবে বলে তারা জানিয়েছে।  

ভারী বৃষ্টিপাতে দেশটির রেললাইন ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযানে সেনা সংখ্যা ৫ হাজারের বেশি বাড়ানো হতে পারে। প্রয়োজনে ৫০টি হেলিকপ্টার কাজে লাগানো হবে।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
জিওয়াই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ