ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিতে ভবন ধসে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
ইতালিতে ভবন ধসে ৮ জন নিহত ভবন ধসের পর উদ্ধার তৎপরতায় দমকলকর্মীরা

ইতালির নেপলস শহরের কাছে তোরে আনোনজিয়াতা শহরে একটি ভবনের একাংশ ধসে অন্তত আট জন নিহত হয়েছে।

ভবন ধসের পর উদ্ধারকর্মীরা শনিবার (৮ জুলাই) নিখোঁজ ওই আট জনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসে। নিহতদের মধ্যে দুই শিশুসহ এক দম্পতি ও এক বৃদ্ধা ছিলেন।

শুক্রবার (৭ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে তোরে আনোনজিয়াতা শহরের চারতলা ভবনটির দু’টি ফ্লোর ধসে পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ভোরে ভবনটি ধসের পর রাতভর উদ্ধার অভিযান চালায় দমকলকর্মীরা। শনিবার সকালে ওই আটটি মরদেহ ধ্বংসস্তুপ থেকে বের করে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের রেললাইন ধরে একটি মালবাহী ট্রেন যাওয়ার পরই ভবনটি ধসে পড়ে। যদিও কেউ কেউ বলছেন, ভবনটির নিচতলায় সংস্কার কাজ চলছিলো।

ভবন ধসের ঘটনায় তদন্তে তোরে আনোনজিয়াতা শহর কর্তৃপক্ষ কমিটি গঠন করেছে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
জিওয়াই/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ