ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শিমলায় বাস গিরিখাদে পড়ে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
শিমলায় বাস গিরিখাদে পড়ে নিহত ২৮ খাদে পড়ে যাওয়া বাস

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ হিমাচলের রাজধানী শিমলায় যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ ক’জন।

বৃহস্পতিবার (২০ জুলাই) শিমলার খানেরি গ্রামে হিন্দুস্তান-তিব্বত জাতীয় মহাসড়কের ওপর থেকে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি।

৩৬ জন যাত্রী নিয়ে বেসরকারি পরিবহনের বাসটি রাজ্যের কিনৌর জেলা থেকে সোলান জেলায় যাচ্ছিল।

উঁচু-নিচু আঁকা-বাকা পাহাড়ি পথে গাড়ির চাকা পাংচার হয়ে এ দুর্ঘটনা ঘটে।

শিমলার ডেপুটি কমিশনার রোহান চাঁদ ঠাকুর সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর নিহত ২৮ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১১ জনের পরিচয়ও শনাক্ত করা হয়েছে।

ভারতের পর্যটন সমৃদ্ধ হিমাচলের বিভিন্ন এলাকায় প্রায়ই বাস গিরিখাদে পড়ে এ ধরনের দুর্ঘটনা ঘটে। মাঝেমধ্যে অনেক পর্যটকবাহী বাসও দুর্ঘটনার কবলে পড়ার খবর আসে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ