ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে পার্কিংস্থলে ট্রাকে ৮ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
টেক্সাসে পার্কিংস্থলে ট্রাকে ৮ মরদেহ ঘটনাস্থলে তৎপর পুলিশ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে রিটেইল কোম্পানি ওয়ালমার্টের পার্কিং লটে একটি ট্রাকে আট জনের মরদেহ পাওয়া গেছে। অসুস্থাবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ২৮ জনকে। যাদের মধ্যে ২০ জনের অবস্থাই গুরুতর।

রোববার (২৩ জুলাই) রাজ্যের স্যান অন্তোনিও শহরের ওই পার্কিং লটে এই মরদেহগুলো পাওয়া যায়। এ ঘটনায় ট্রাকটির চালককে আটক করা হয়েছে।

এটি মানবপাচার সংশ্লিষ্ট অপরাধ বলে ধারণা করছে পুলিশ।

স্যান অ্যান্তোনিও পুলিশের প্রধান উইলিয়াম ম্যাকম্যানাস সংবাদমাধ্যমকে জানান, নিহত ৮ জনই প্রাপ্তবয়স্ক পুরুষ। বাকি উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। ওই ২৮ জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ম্যাকম্যানাস বলেন, ওয়ালমার্টের এক কর্মীর কাছ থেকে আমরা সন্দেহভাজন ট্রাকটির ব্যাপারে খবর পেয়ে ছুটি আসি। এরপর ওই ট্রাকটির ভেতর থেকে ওই আটজনের মরদেহ এবং বাকিদের উদ্ধার করা হয়।

এটিকে মানবপাচারের মতো কোনো অপরাধ মনে করে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ