ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গে নিষেধাজ্ঞাই রাখছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গে নিষেধাজ্ঞাই রাখছেন ট্রাম্প ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তৃতীয় লিঙ্গের কেউ কোনোভাবেই সামরিক বাহিনীতে থাকতে পারবে না। 

বুধবার (২৬ জুলাই) এক বার্তায় তিনি এ কথা জানান।  

টুইট বার্তায় ট্রাম্প লিখেন, জেনারেল ও সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- সৈন্যবাহিনীতে তৃতীয় লিঙ্গের কাউকে অনুমোদন দেবে না মার্কিন সরক‍ার।

 

‘আমাদের সামরিক বাহিনীকে জবাবদিহি ও অপ্রতিরোধ্যভাবে এগিয়ে জয়ের দিকে দৃষ্টি দিতে হবে। তারা বিপুল চিকিৎসা ব্যয় ও ঝামেলার বোঝা বয়ে যেতে পারে না। তৃতীয় লিঙ্গও সামরিক বাহিনীতে সেরকমই। ’

এর আগে গত বছর ওবামা প্রশাসন তৃতীয় লিঙ্গের মানুষকে সেনাবাহিনীতে যুক্ত করার প্রস্তাব অনুমোদন দেয়। কিন্তু এই মাসের প্রথম দিকে তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়োগের বিষয়টি ছয়মাস স্থগিতে সম্মতি দেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি জেমস মট্টিস।  

কিছু রিপাবলিকান ‘তৃতীয় লিঙ্গ’ নিয়ে বিরোধিতাও করছিলেন। আর এর মধ্যেই নিজের কথা জানিয়ে দিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ