ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউজে নতুন চিফ অব স্টাফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
হোয়াইট হাউজে নতুন চিফ অব স্টাফ প্রিবাস (বামে) ও কেলি

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন কেলিকে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ নিয়োগ দিয়েছেন। 

শনিবার (২৯ জুলাই) সকালে মার্কিন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

জন কেলি নতুন নিয়োগে রাইনস প্রিবাসের স্থলাভিষিক্ত হবেন।

প্রিবাসকে ট্রাম্প ২০১৬ সালের নভেম্বরে নিয়োগ দিয়েছিলেন।

রিপাবলিকান নেতা প্রিবাসকে নিয়োগ দিতে গিয়ে তখন ট্রাম্প বলেছিলেন, প্রিবাস যথেষ্ট যোগ্য নেতা। নির্বাচনী প্রচারে তার ভূমিকা অতুলনীয়।  

কিন্তু মাত্র নয় মাসের মাথায় প্রিবাসকে সরিয়ে কেলিকে হোয়াইট হাউজে আনলেন ট্রাম্প।

কেলি একজন অবসরপ্রাপ্ত ফোরস্টার জেনারেল। এর আগে তিনি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে নিয়োগ পান। ৩০ লাখ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন যে ধরনের পদক্ষেপ নিয়েছেন এর পেছনে কলকাঠি নেড়েছেন কেলি।

এক টু্ইট বার্তায় ট্রাম্প কেলি সম্পর্কে বলেন, তিনি একজন মহান নেতা। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে থাকার সময় কেলি আমার প্রশাসনে চমৎকার কাজ করে গেছেন। তিনি একজন মহান আমেরিকান।

বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
কেজেড/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ