ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ভ্যানে আগুনে পুড়লো ১৩ যাত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
পাকিস্তানে ভ্যানে আগুনে পুড়লো ১৩ যাত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় একটি চলন্ত ভ্যানে আগুন লেগে অন্তত ১৩ যাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ভ্যানটি চলন্ত অবস্থায় একটি গ্যাস পাইপ লাইনের সঙ্গে ধাক্কা লাগে, এতে দ্রুত আগুন ছড়িয়ে তাদের মৃত্যু হয়।

উদ্ধারকারী দলের সদস্যরা বলেন, ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। সেসময় স্থানীয় হাসান আবদাল সড়কে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সেসময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকার গ্যাস পাইপ লাইনের সঙ্গে লেগে আগুন ধরে যায়।

জানা যায়, নিহতদের দেহ পুড়ে গেছে, ফলে নাম-পরিচয় নিশ্চিত করা খুব একটা সহজ হবে না। মরদেহগুলো জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ