ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নাগরিকদের উ. কোরিয়া সফরে নিষেধাজ্ঞা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
যুক্তরাষ্ট্রের নাগরিকদের উ. কোরিয়া সফরে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নাগরিকদের উত্তর কোরিয়া সফরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জারি করা এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন এই ভ্রমণবিধি কার্যকর হবে। এই সময়ের মধ্যে দেশটিতে অবস্থানরত মার্কিনিদের ফিরে আসার কথাও বলা হয়েছে।

তবে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জন্য এটি শিথিল থাকছে।

উত্তর কোরিয়ায় আমেরিকান নাগরিকদের গ্রেফতার ও দীর্ঘদিন বন্দি থাকার ঝুঁকির কারণে মার্কিন কর্তৃপক্ষ এ ঘোষণা দিলো।

বিবৃতিতে বলা হয়, সেখানে সফরে আগ্রহীদের বিশেষ পাসপোর্ট নিতে হবে। এক্ষেত্রে অতি প্রয়োজন ছাড়া কেউ পাসপোর্ট পাবেন না।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ