ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৪ স্প্যানিশ নাগরিকসহ নিহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
অন্ধপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৪ স্প্যানিশ নাগরিকসহ নিহত ৫ অন্ধপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৪ স্প্যানিশ নাগরিকসহ নিহত ৫

ভারতের অন্ধপ্রদেশের চিত্তর জেলায় মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে চার স্প্যানিশ নাগরিকসহ ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। 

নিহতেরা হলেন-ভিনসেন্ট প্রেজ, জোসেফা মোরান, ফ্র্যানসিসকো পেডরোসা ও নিভেস লোপেজ। নিহত বাস চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

 

জেলার সুপারিনডেনটেন্ট রাজাশেখর বাবু জানান, স্প্যানিশ নাগরিকরা অনন্তপুরামু জেলায় উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে পুডুচেরি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। মিনিবাসে চালকসহ ১১ জন ছিলেন। ট্রাকের ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জেলা কালেক্টর পি এস পারাদুমনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দিল্লিতে স্প্যানিশ এ্যাম্বাসির সঙ্গে সব সময় যোগাযোগের জন্য নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১১  ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ