ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বুধবারের আগেই লেবানন ফেরার ঘোষণা সাদ হারিরির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
বুধবারের আগেই লেবানন ফেরার ঘোষণা সাদ হারিরির লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি

ঢাকা: সৌদি আরব থেকে ফ্রান্স পৌঁছেই লেবাননে ফেরার ঘোষণা দিলেন দেশটির পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি। এমনকি আগামী বুধবার (২২ নভেম্বর) অনুষ্ঠেয় দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও অংশ নেয়ার কথাও জানান তিনি।

সৌদি আরব থেকে শনিবার (নভেম্বর ১৮) ফ্রান্সে পৌঁছান লেবাননের জনপ্রিয় রাজনীতিক ও দেশটির অন্যতম ধনী ব্যবসায়ী সাদ হারিরি।

ফ্রান্সে সাদ হারিরিকে স্বাগত জানান সেদেশের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।

মূলত সৌদি আরব থেকে ম্যাখোঁর আমন্ত্রণেই সপরিবারে ফ্রান্সে পৌঁছান সাদ হারিরি।

প্যারিসে পৌঁছে সাদ হারিরি বলেন, আমি খুব শিগগিরই বৈরুতে (লেবাননের রাজধানী) পৌঁছাচ্ছি। আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও অংশ নেব। সেখানে আমি সংশ্লিষ্ট সব ব্যাপারে আমার অবস্থান পরিষ্কার করবো।

প্রতি বছরের ২২ নভেম্বরকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে লেবানন।

এদিকে শনিবার লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন এবং পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরিও বিবৃতি দিয়ে সাদ হারিরির লেবাননে ফেরার বিষয়টি জানান। সাদ হারিরি সঙ্গে তাদের ফোনে কথা হয়েছে বলেও জানান তারা।

মাইকেল আউন শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এবং স্পিকার নাবিহ বেরি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কথা জানান।

গত ৪ নভেম্বর সৌদি আরব সফরে থাকা অবস্থায় হঠাৎ করে টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। এরপর থেকেই তিনি সৌদি আরবে ছিলেন।  

সেখান থেকে শনিবার ফ্রান্সে পৌঁছান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।