ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণে ‘বাংলাদেশি’ আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণে ‘বাংলাদেশি’ আটক বিস্ফোরণের পর আতঙ্ক ছড়ায়, (ছবি: সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে একটি বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনার সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি জড়িত বলে সন্দেহের কথা জানিয়েছে পুলিশ।

সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে শহরের ৪২তম স্ট্রিট ও অষ্টম অ্যাভিনিউয়ে বন্দর কর্তৃপক্ষের বাস টার্মিনালে এ বিস্ফোরণ হয়। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

হামলাকারী সন্দেহে আহত অপর একজনকে আটক করেছে পুলিশ। তার নাম আকায়েদ উল্লাহ; বয়স ২৭।

ওই ব্যক্তি স্থানীয় ব্রুকলিনের বাসিন্দা। তিনি ইসলামিক স্টেটের (আইএস) ভাবধারায় অনুপ্রাণিত বলে মনে করছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে সেখানে থাকেন।

প্রথমে নিউইয়র্ক পুলিশ বিভাগ থেকে বলা হয়েছিল, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে একজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।

নিউইয়র্কে বার্স টার্মিনালে বিস্ফোরণ, সন্দেহভাজন আটক

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এইচএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।