ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে হোটেলে হামলায় নিহত ২ আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
কাবুলে হোটেলে হামলায় নিহত ২ আহত ৭ হামলার পর ঘটনাস্থলে আফগানিস্তানের বিশেষ বাহিনী

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সন্ত্রাসীদের হামলার ঘটনায় অন্তত দুই জন নিহত ও সাত জন আহত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারী) রাতে চার বন্দুকধারী পাঁচ তারকা মানের হোটেলটিতে অতর্কিত হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ হতাহতের খবর আসে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা হোটেলে ঢুকেই নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে।

এতে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানানন, হামলার খবরে ঘটনাস্থলে ছুটে যাওয়া বিশেষ বাহিনীর গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

তিনি জানান, হোটেল থেকে সাত জন আহত লোককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কর্মকর্তারা বলছেন, হামলাকারীরা গুলি ছোড়ার পাশাপাশি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। বিশেষ বাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে ওই হোটেলের ছাদে গিয়ে নামেন। এরপর তারা বন্দুকধারীদের নিঃশেষ করতে অভিযানে নামেন।

এদিকে তোলো নিউজের এক কর্মকর্তার টুইটে ‘১৫ জনের মৃত্যুর’ খবর দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, হামলার পর হোটেলটির পেছনের দরজা দিয়ে পাঁচ জন পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ভয়াবহ হামলায় প্রায় ১৫ জন নিহত ও বিপুলসংখ্যক লোক আহত হয়েছেন।

শনিবার হোটেলটিতে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন থাকায় সেখানে দেশটির বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল জনসমাগম ছিল। সে কারণে হামলায় হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জনুয়ারি ২১, ২০১৮
এইচএমএস/এইচএ/

** কাবুলের পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীদের হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।