বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, মাঝদিয়া এলাকায় স্বরস্বতী পূজার অনুষ্ঠানে খুব কাছ থেকেই সত্যজিৎকে গুলি করে হত্যা করা হয়।
আটকেরা হলেন কার্তিক মণ্ডল ও সুজিত মণ্ডল।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে সামনের দিকে বসেছিলেন তিনি। ভিড়ের মধ্যে তাকে গুলি করে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পুলিশ সূত্র জানিয়েছে, ভিড় থাকায় দুর্বৃত্তরা সহজেই পালিয়ে গেছে।
এই হত্যাকাণ্ডের পেছনে বিজেপিকেই দায়ী করেছে তৃণমূলের নাদিয়া জেলার প্রেসিডেন্ট গৌরিশঙ্কর দত্ত। আয়োজিত অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন। তবে হত্যাকাণ্ডটির কয়েক মিনিট আগে তিনি অনুষ্ঠান থেকে বেরিয়ে গিয়েছিলেন।
তৃণমূলের অন্য নেতারাও হত্যাকাণ্ডের পেছনে বিজেপিকেই দায়ী করেছে।
তবে এই দায়কে অস্বীকার করে তৃণমূলকেই হত্যাকাণ্ডটির জন্যে দায়ী করেছে বিজেপি।
এ ব্যাপারে বিজেপি নেতা সায়ন্তন বোস বলেন, এ ঘটনার সত্যতা বের করতে সিবিআইকে নিয়োগ করা উচিৎ। একমাত্র তারাই এর সত্যতা বের করে আনতে পারবে।
আর কিছুদিনের মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। এরই আগ মুহূর্তে এই হত্যাকাণ্ডটি ঘটলো।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এসএ/আরআর