ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে জঙ্গি হামলা: দায় অস্বীকার পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
কাশ্মীরে জঙ্গি হামলা: দায় অস্বীকার পাকিস্তানের হামলার পর কাশ্মীরের রাস্তায় বাড়ানো হয় নিরাপত্তা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তান। ঘটনাটি পাকিস্তান দুশ্চিন্তার বিষয় হিসেবে দেখছে বলে জানিয়েছে এক বিবৃতিতে। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে ৩৫০ কেজি ওজনের ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)  বিস্ফোরণ ঘটলে এখন পর্যন্ত প্রায় ৪০ জন নিহত হয়েছেন।

এ ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ।

এরইমধ্যে আদিল আহমেদ নামে একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তার বাড়ি পুলওয়ামার কাকাপুরায় বলে জেনেছে তারা। ২০১৮ সালে তিনি জইশ-ই-মহম্মদে যোগ দেন।  

দায় স্বীকারের পর ভারত সরকার এক বিবৃতিতে এ হামলায় পাকিস্তান জড়িত বলে জানায়।

অন্যদিকে হামলার ঘটনাটি দুশ্চিন্তার বিষয় উল্লেখ করে বৃহস্পতিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান সব সময়ই এ ধরনের হিংস্রতার নিন্দা জানায়। তবে এই হামলায় ভারত সরকার ও গণমাধ্যম পাকিস্তানের জড়িত থাকার যে বিষয়টি বলছে, তা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।