বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুর এলাকার গোরিপুরে ৩৫০ কেজি ওজনের ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটলে এখন পর্যন্ত প্রায় ৪০ জন নিহত হয়েছেন।
এ ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ।
দায় স্বীকারের পর ভারত সরকার এক বিবৃতিতে এ হামলায় পাকিস্তান জড়িত বলে জানায়।
অন্যদিকে হামলার ঘটনাটি দুশ্চিন্তার বিষয় উল্লেখ করে বৃহস্পতিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান সব সময়ই এ ধরনের হিংস্রতার নিন্দা জানায়। তবে এই হামলায় ভারত সরকার ও গণমাধ্যম পাকিস্তানের জড়িত থাকার যে বিষয়টি বলছে, তা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসএ/এএ